Published: | Oct 19, 2025 | Vacancy: | 1 | Gender: | No Preference |
Age: | Not Specified | Career Level: | Entry Level | Experience: | Fresh |
Salary: | N/A | Location: | Tangail |
Education
Experience
Additional Requirements
বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত
বিএএফ শাহীন স্কুল ও কলেজ, পাহাড়কাঞ্চনপুর
নলুয়া, সখিপুর, টাঙ্গাইল | www.bafspkp.edu.bd
নিয়োগ বিজ্ঞপ্তি
এই প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে নিম্নলিখিত পদসমূহে লোক নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে।
Other Benefits
বেতন স্কেল (গ্রেড ১২): ১১,৩০০/- থেকে ২৭,৩০০/-
প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী, চাকরিতে যোগদানের পর বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ও বৈশাখী ভাতা প্রদান করা হবে। এছাড়া, দুই বছরের শিক্ষানবিশকাল পূর্ণ হলে এবং চাকুরি স্থায়ী হওয়ার পর, ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচ্যুইটি সুবিধাও প্রদান করা হবে।
Work from Office
Type: Full Time/Permanent
Tangail
আগ্রহী প্রার্থীরা তাদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, এবং পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সঙ্গে সংযুক্ত করবেন। এছাড়া, বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর এর হিসাবরক্ষক পদের জন্য ৪০০ টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার যে কোনো তফসিল ব্যাংক হতে করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
সবকিছু সভাপতি, পরিচালনা পর্ষদ বরাবর ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে ডাক/কুরিয়ার অথবা সরাসরি পৌঁছে দিতে হবে। সকল পদের জন্য বয়স সীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।
লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হবে না। নির্বাচিত প্রার্থীদের মোবাইলের মাধ্যমে এসএমএস এবং কলেজের ওয়েবসাইট (www.bafspkp.edu.bd) ও নোটিশ বোর্ডে প্রকাশের মাধ্যমে পরীক্ষার তথ্য জানানো হবে।
কর্তৃপক্ষের অধিকার: যৌক্তিক কারণে আবেদনপত্র বাতিল, নিয়োগ কার্যক্রম পরিবর্তন বা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষিত।
সভাপতি: পরিচালনা পর্ষদ
Address: BAF Base Paharkanchanpur, Sakhipur, Tangai
Business Type : Education Institute
এই চাকরির বিজ্ঞাপনে প্রদত্ত তথ্যের ভিত্তিতে যদি বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ দাবি করে, অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে, তবে অনুগ্রহ করে অবিলম্বে আমাদেরকে জানান অথবা সংশ্লিষ্ট জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য BDJobs Live কাউকে কোন ব্যক্তিগত বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে উৎসাহিত করে না। কোন ধরনের অর্থ লেনদেনের দায় BDJobs Live বহন করবে না।