| Published: | Dec 10, 2025 | Vacancy: | 3 | Gender: | No Preference |
| Age: | Maximum 40 years | Career Level: | Mid Level | Experience: | 2 Year |
| Salary: | Negotiable | Location: | Rangpur |
Education
Experience
Additional Requirements
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা (বাংলা ও ইংরেজি টাইপিংসহ) এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে
সিসিএইচ/সিসিডি কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে
চিকিৎসক পদকপ্রাপ্ত প্রতিষ্ঠান হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুর (ডা. ওয়াছিম–ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন-এর একটি সেবামূলক প্রতিষ্ঠান)-এ কিছু সংখ্যক সৎ, দক্ষ, কর্মঠ ও যোগ্যতাসম্পন্ন সিনিয়র মেডিকেল অফিসার (পুরুষ/মহিলা) নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
Other Benefits
Work from Office
Type: Full Time/Permanent
Rangpur
১. আগ্রহী প্রার্থীদের হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর–এর ওয়েবসাইটে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের জন্য ওয়েবসাইট **www.htncr.org**–এর Career অপশনে ক্লিক করতে হবে অথবা সরাসরি
👉 https://www.htncr.org/p/niyog-bijngpti লিংকে প্রবেশ করে আবেদন সাবমিট করা যাবে।
২. আবেদন গ্রহণ শুরু হবে ০৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ থেকে এবং শেষ সময় ২৩ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত ১২.০০ টা পর্যন্ত।
৩. সিনিয়র মেডিকেল অফিসার (পুরুষ/মহিলা) পদের জন্য লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা যথাক্রমে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর ২০২৫ ইং, প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকায়, প্রার্থীর নিজ নিজ ক্রমিক অনুযায়ী একই দিনে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর কনফারেন্স হল (৫ম তলা)।
৪. লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে—
সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
জাতীয় পরিচয়পত্র (NID)
প্রাসঙ্গিক অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি
৫. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৬. নির্বাচিত প্রার্থীদের কমপক্ষে ০৩ (তিন) বছর চাকরি করার মানসিকতা থাকতে হবে।
৭. বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
৮. কোনো প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
৯. প্রয়োজনে যোগাযোগ: ০১৮৯৪৭৩৪১০৩
১০. নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন, পরিমার্জন বা বাতিল করার সর্বময় ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করিবে এবং সে ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
স্বাক্ষরিত
(মো. আনোয়ার হোসেন)
সিইও
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর
ও সদস্য সচিব, নিয়োগ কমিটি
📞 ফোন: ০২৫৮৮-৮১০৮৩৬
Address: Holding No: 13/2, Hypertension Centre Lane, Dhap, Jail Road, Rangpur
Business Type : Hospital/ Diagnostic Centre
এই চাকরির বিজ্ঞাপনে প্রদত্ত তথ্যের ভিত্তিতে যদি বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ দাবি করে, অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে, তবে অনুগ্রহ করে অবিলম্বে আমাদেরকে জানান অথবা সংশ্লিষ্ট জবটি রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য BDJobs Live কাউকে কোন ব্যক্তিগত বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে উৎসাহিত করে না। কোন ধরনের অর্থ লেনদেনের দায় BDJobs Live বহন করবে না।