সরকারি কর্মচারীগণকে যুগোপযোগী, কার্যকর, অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অঈীঁকারাবদ্ধ। দেশের এই শীর্ষ স্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে লোক-প্রশাসন, উন্নয়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), অফিস ব্যবস্থাপনা, জেন্ডার ও উন্নয়ন, আর্থ ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা ‘Conflict Management and Negotiation’, e-Governance, Total Quality Management (TQM), প্রশিক্ষক প্রশিক্ষণ (ToT) ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া, জাতীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে সেমিনার এবং কর্মশালার আয়োজন করা হয়ে থাকে।
জাতীয় উন্নয়নে দক্ষ, প্রজ্ঞাবান এবং দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের গুরুত্ব অনস্বীকার্য। একথা অনস্বীকার্য যে নেতৃত্ব গুণাবলী শুধুমাত্র জন্ম সূত্রে অর্জন সম্ভব নয় এবং শিক্ষা ও চর্চার মাধ্যমে এর উৎকর্ষ, বিকাশ সম্ভব। জাতীয় উন্নয়ন পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রাসঙ্গিক আর্থ-সামাজিক, রাজনৈতিক, পরিবেশগত এবং সাংগঠনিক বিষয়াদি সম্পর্কে দেশের ভবিষ্যৎ নেতা এবং নীতি নির্ধারক ও বাস্তবায়নকারীদের যথাযথ তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান-দক্ষতার বিকাশ সাধন এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। দক্ষতা, ফলপ্রসূতা এবং কার্যকারিতার পাশাপাশি এ কেন্দ্রে ন্যায্যতা, দ্র¦ত কর্ম সম্পাদন অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি, শুদ্ধাচার, উদ্ভাবন এবং জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করা হয়।
Company location not added.