দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষার অঙ্গীকার নিয়ে সাভারে শুরু হলো
مدرسة الحسنة মাদরাসাতুল হাসানাহ
হে আমাদের পালনকর্তা!আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো; আখিরাতেও কল্যাণ দান করো। আর জাহান্নামের আজাব হতেও রক্ষা করো । -সূরা আল বাকারা ২০১
সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভের জন্য দুয়া করার পাশাপাশি ‘ইলম এবং ‘আমলের মাধ্যমে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ও অব্যাহত রাখতে হবে। আমাদের প্রতিষ্ঠান মাদরাসাতুল হাসানাহ সে লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।
আপনারা জানেন, আমাদের দেশে রয়েছে নানা রকম শিক্ষাব্যবস্থা-জেনারেল শিক্ষা, আলীয়া, কউমী, হিফজুল কুরআন, ইংলিশ মিডিয়াম, কারিগরী ইত্যাদি। এ সবের সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে আমরা কাজ করে যাচ্ছি। এখানে কুরআন-সুন্নাহভিত্তিক শুদ্ধ ইসলাম অনুধাবন ও অনুশীলন, এবং আমাদের জাতীয় উন্নতির লক্ষ্যে আজকের শিশুদেরকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে আদব, আখলাক, আর তাকওয়ার সবক এবং সমকালীন জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তির প্রশিক্ষণের মাাধ্যমে আপনার-আমার কলিজার টুকরোগুলোকে তাওহীদী সোনার মানুষ বানাতে চাই।