বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) খুলনা শাখা কর্তৃক পরিচালিত নৌ পরিবার শিশু নিকেতন খুলনা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। সুদীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতার আলোকে প্রসিদ্ধ স্কুলটি বর্তমানে খুলনা জেলার অন্যতম শিশু-শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সর্বজনস্বীকৃত।
কোমলমতি শিশুদের সুপ্ত মেধা ও মননের সঠিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিশুদের মনস্তাত্ত্বিক গবেষণার আলোকে প্রনীত পাঠ-পরিকল্পনা বাস্তবায়নে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর পরিচর্যায় শিশুদের আলোকিত ভবিষ্যৎ বিনির্মানে দক্ষ এই প্রতিষ্ঠান।
২০২৩ সাল থেকে নতুন শিক্ষানীতি অনুসরণ করে সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীদের মৌলিক ও নৈতিক শিক্ষার আদর্শ ভিত্তি গঠনের মাধ্যমে আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
নৌ বাহিনীর মনোরম, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক পরিসরে অবস্থিত নৌ পরিবার শিশু নিকেতন খুলনা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক নিরাপত্তার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করে।