রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৪০তম পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। কবিগুরুর স্মৃতিধন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা, শিক্ষা ও গবেষণার মাধ্যমে জাতীয় প্রয়োজন পূরণ এবং বাংলাদেশের জাতীয় সংগীতের স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টিকে এদেশের মানুষের স্মৃতিতে চির-অম্লান করে রাখার উদ্দেশ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০১৬ খ্রিষ্টাব্দের ২৬ জুলাই তারিখে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন ২০১৬’ মহান জাতীয় সংসদে পাস হয়। ২০১৮ সালে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে দুটি অনুষদের তিনটি বিভাগে-স্নাতক (সম্মান) শ্রেণিতে ১১৩ জন ছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম আরম্ভ হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চারটি অনুষদের অধীন পাঁচটি বিভাগে পাঠদান চলছে। বিভাগগুলো হলো- ক. কলা অনুষদ: ১. বাংলা, খ. সামাজিক বিজ্ঞান অনুষদ: ২. সমাজবিজ্ঞান; ৩. অর্থনীতি; গ. ব্যবসায় শিক্ষা অনুষদ: ৪. ম্যানেজমেন্ট; এবং ঘ. সংগীত ও নৃত্যকলা অনুষদ: ৫. সংগীত। প্রদেয় ডিগ্রির সংখ্যা আটটি- ১. বিএ (সম্মান), ২. বিএসএস (সম্মান), ৩. বিবিএ ৪. বিমিউজ ৫. এমএ ৬. এমএসএস ৭. এমবিএ এবং ৮. এমমিউজ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীন এমফিল ও পিএইচ.ডি ডিগ্রী প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।