ভারতের পশ্চিম বঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার চিকিৎসা ব্যবস্থা উন্নততর করণের লক্ষ্যে ২০১৩ সালের ১লা মে মাত্র ১৬ জন কর্মকর্তা কর্মচারী নিয়ে ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড সিটি স্ক্যান সেন্টার এর পথ চলা শুরু। প্রতিষ্ঠা লগ্ন থেকেই অত্র প্রতিষ্ঠানে যুক্ত আছে বিশ্বখ্যাত কোম্পানী জেনারেল ইলেকট্রনিক্স এর মাল্টিস্লাইস স্পাইরাল সিটি স্ক্যান, ৫০০ এম.এ হাই ফ্রিকোয়েন্সী এক্স-রে মেশিন, দাঁতের ডিজিটাল এক্স-রে করার ওপিজি মেশিন, ইইজি মেশিন (১২ চ্যানেল), 4D কালার ডপলার আল্ট্রাসনো মেশিন, হিউম্যান কোম্পানীর অটো বায়ো-কেমিষ্ট্রি এনালাইজার সহ বেশ কিছু আধুনিক যন্ত্রাদি। সময়ের পথ চলায় পরবর্তীতে আরও যুক্ত হয়েছে সম্পূর্ণ অটোমেটিক হেমাটোলজি ৫পার্ট এনালাইজার। সম্পূর্ণ অটোমেটেড হরমোন এনালাইজার, ইটিটি মেশিন সহ আরও অত্যাধুনিক যন্ত্রপাতি। বর্তমানে এ প্রতিষ্ঠানটির নিজেস্ব ভবনটিতে আছে ১.৫ টেসলা সিগনা ক্রিয়েটর এমআরআই মেশিন, ১০০০ এম.এ ডিজিটাল (ডিআর) এক্স-রে, বোন মিনারেল ডেনসিটি (বিএমডি) মেশিন সহ আধুনিক অনেক সুবিধা।
Company location not added.