গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের অধীনে স্থাপত্য অধিদপ্তর একমাত্র প্রতিষ্ঠান দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে স্থাপত্য নকশা প্রণয়ন ও স্থাপত্য বিষয়ক যাবতীয় পরিসেবা প্রদান করে থাকে। শুধুমাত্র স্থাপত্য নক্শা, জরীপ, Master Plan, Layout Planইত্যাদি প্রনয়ণই নয়, বরং সরকারী দপ্তর ও আবাসন সমূহের জন্য ``Space Standards’’নির্ধারণ থেকে শুরু করে মানব বসতি ও ভূমি ব্যবহার পরিকল্পনা সংক্রান্ত নীতিমালা সম্পর্কে সরকারকে পরামর্শ প্রদান এবং বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থাকে তাদের নির্মাণ প্রকল্পের জন্য ভূমির চাহিদা নিরুপনে স্থাপত্য অধিদপ্তর সহায়তা করে থাকে।