বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর একটি সরকারি কৃষি গবেষণা প্রতিষ্ঠান, যা ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৩ সালে সংসদীয় আইনের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে। এটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় এবং জাতীয় কৃষি গবেষণা ব্যবস্থা (NARS)‑এর সদস্য। ব্রি’র প্রধান কাজ হলো উন্নত ও উচ্চফলনশীল ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া।
বর্তমানে ব্রি’র রয়েছে ১৯টি গবেষণা বিভাগ, ১৭টি আঞ্চলিক অফিস ও ৬টি স্যাটেলাইট স্টেশন। প্রায় ৭৮৬ জন কর্মী রয়েছে, যার মধ্যে ৩০৮ জন বিজ্ঞানী। ব্রি‑র উদ্ভাবিত ধানের জাত দেশের ধান উৎপাদনের বড় একটি অংশে ব্যবহৃত হয়, বিশেষ করে বোরো মৌসুমে ৮০%-এর বেশি। ধান উৎপাদনে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতিতে ব্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ব্রি সম্প্রতি লোকালিভিত্তিক ধান জাত উদ্ভাবন, প্রযুক্তি গ্রাম প্রতিষ্ঠা এবং গবেষণাগার আধুনিকীকরণসহ একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।