বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA) হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন একটি সরকারি সংস্থা, যা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন, পরিচালনা ও উন্নয়নে কাজ করে আসছে।
২০১০ সালে প্রতিষ্ঠিত এই কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ঢাকার মহাখালীতে অবস্থিত। এর মূল লক্ষ্য হলো প্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নকে উৎসাহিত করা।