শিক্ষামূলক ডিজিটাল প্লাটফর্ম mozahar.xyz এখানে প্রশ্নব্যাংক, বইপত্র, প্রশ্ন-তৈরী, পরীক্ষা দেয়া ও নেয়া সহ সকল শিক্ষা উপকরণের অনলাইন সাইট । আমাদের লক্ষ্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল করা ও শিক্ষাকে আরো সহজ করা। এটি শিক্ষা সহজীকরণ করার একটি মাধ্যম মাত্র। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পড়াশুনার ধ্যান ধারণাকে আরো সহজ ও প্রাণবন্ত করা যায়, তার একটি ক্ষুদ্র প্রয়াস। শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশুনা একেবারে সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের দোড়গোড়ায় পৌঁছানোর শেষ চেষ্টা। এখানেই সব প্রশ্নের সমাধান। ডিজিটাল এই প্রযুক্তি পড়াশুনার মাধ্যমকে সহজ করে দিয়েছে। এখানে বইপত্র, প্রশ্ন-তৈরী, প্রশ্নব্যাংক, পরীক্ষা দিতে এবং প্রশ্নে মান উন্নয়নে ভূমিকা রাখবে। সব মিলিয়ে ডিজিটাল যুগে শিক্ষার্থীদের হাতে একটি যুগান্তকারী মাধ্যম তুলে দেয়া হয়েছে। শিক্ষকমন্ডলী: ১। পড়াশুনা করানো যতটা সহজ কিন্তু প্রশ্নপত্র তৈরী করা কঠিন। এই কঠিন কাজটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সহজ করা হয়েছে। এখন যেখানে একটি প্রশ্ন তৈরী করতে সময় লাগতো প্রায় ১ ঘন্টা সেখানে এ পদ্ধতিতে সময় লাগবে মাত্র ৫ মিনিট । ২। তাছাড়া আপনি যদি প্রশ্ন তৈরীতে অভিজ্ঞ হন, আমাদের এখানে প্রশ্ন তৈরী করে দিলে আপনিও এখান থেকে প্রচুর আয় করতে পারবেন। ছাত্র-ছাত্রী: প্রশ্নপত্র, প্রশ্ন ব্যাংক এবং প্যাকেজ গুলো সহজ ও সবার জন্য উপযোগী করা হয়েছে। সকলেই চায় সহজ পদ্ধতি। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জন্য পড়াশুনা অত্যন্ত সহজ করা হয়েছে। অভিভাবক: অভিভাবক সবসময় চিন্তায় থাকেন কিভাবে সহজ ও সরল পন্থায় সন্তানদের লেখাপড়া করানো যায়। তথ্য প্রযুক্তির এই যুগে সহজ শিক্ষা নিয়ে আমরা এসেছি। কিভাবে ব্যবহার করবেন তার ভিডিও দেয়া আছে। একবার ব্যবহার করলে আপনার সন্তানের পড়াশুনা নিয়ে আর চিন্তা করতে হবে না। আমরা সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহজ পন্থা নিয়ে এসেছি। শেষে বলনো শুধু লেখে থাকেন।
Company location not added.